সংবাদ শিরোনাম ::
ফরিদপুর-১ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
খবর প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই প্রক্রিয়া রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান এর সভাপতিত্বে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান প্রার্থী ও প্রস্তাব কারীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন প্রাথমিক ভাবে বিএনএম প্রার্থী শাহ্ মো. আবু জাফরের প্রার্থীতা স্থগিত ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম কৃক ও আরিফুর রহমান দোলন এর প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেন। আগামী ৫ ডিসেম্বর তারিখে তাদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। বাকি সকলের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন।