পবিত্র অনুষ্ঠানে কোন চাঁদাবাজী ও মাদক সেবন হতে দেওয়া হবে না- খন্দকার সেলিম
- আপডেট সময় : ০২:৪৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির ফরিদপুরের ভাঙ্গা শাখার সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেছেন, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে।
কদম আলী মাস্তান (রা:) মাজার একটি পবিত্র জায়গা। এখানে কেউ যেন কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে এজন্য আপনাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বৃহস্পতিবার রাতে আজিমনগর ইউনিয়নের উথুলি পাতরাইল দিঘির পাড় গ্রামের আধ্যাত্মিক সাধক কদম আলী (রা:) দরবার শরীফের ৪১তম ওরশ মোবারক অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক হাদিয়ু জামান খান রাজু, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ ওয়াদুদ,
আজিমনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক মীর, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, কালামৃধা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী লিনটু আকন, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে মেলা উদযাপন কমিটির প্রধান বিএনপি নেতা হুমায়ুন মিয়া জানান, প্রতিবছর শীতকালীন সময় এই উথলী গ্রামে কদম সোহেল মাজারে ওরশ মোবারক এর আয়োজন করা হয়। ভাঙ্গা শিবচর ও মুকসুদপুর উপজেলার সীমান্ত পাড় হওয়ায় শত শত ভক্ত প্রাণ ওরশ মোবারকে আসেন। পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠানে কিছু ব্যবসায়ী হরেকরকম সামগ্রী নিয়ে দোকান পসরা সাজিয়ে বসে। এতে বেচাকেনাও ভালো হয়। তবে কোন অনৈতিক মুনাফা অর্জনের ব্যবসা করার সুযোগ নেই এবং মেলা কমিটির সদস্যরা এবিষয়ে নজরদারী জোরদার করেছে বলেও জানান।