ভাঙ্গায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

- আপডেট সময় : ০৫:০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার, কালব লিমিটেড এর নরেশ চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব এর জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালামা, উপজেলা সমবায় অফিসার সৈয়দ ইশতিয়াক হোসেন।
এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন সুশীল সমাজের শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কালব এর ব্যবস্থাপক কাজল চন্দ্র দাস।