আমার দেশ প্রকাশে নগরকান্দায় আনন্দ মিছিল
- আপডেট সময় : ১২:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ২ বার পড়া হয়েছে
সংবাদদাতা:: আওয়ামী সরকারের রোষানলে পড়ে দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর “আমার দেশ” পত্রিকা পুনঃ প্রকাশিত হওয়ায় ফরিদপুরের নগরকান্দায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় আমার দেশ পাঠক ফোরাম নগরকান্দার আয়োজনে নগরকান্দা প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে আনন্দ মিছিলটি নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে সাংবাদিক,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি, শিক্ষক, ওলামায়ে মাশায়েখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মজলুম সম্পাদক ড.মাহমুদুর রহমানের সম্পাদনায় প্রকাশিত দৈনিক আমার দেশ কে স্বাগত জানিয়ে বক্তব্যে রাখেন,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা নুরুল আমিন,নগরকান্দা প্রেসক্লাবের সদস্য রেজাউল করিম সেলিম,শফিকুল ইসলাম মন্টু, ওলামা দল নেতা মাওলানা সাইফুর রহমান,মজিবর রহমান,ছাত্রনেতা আশিকুর রহমান প্রমুখ। সবশেষে উপস্থিত সকলের মাজে মিষ্টি বিতরন করা হয়।