আল্লামা মামুনুল হকের রিক্সা নিয়ে জনগণের সেবা করতে চাই- মিজানুর রহমান
- আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ইসলাম শান্তির ধর্ম। সমালোচনা যেখানে শোভা পায় না। শান্তি ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই আমাদের নেতা আল্লামা মামুনুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার রিক্সা প্রতীক আমাকে তুলে দিয়েছেন। আপনাদের সেবার মধ্যে দিয়ে রিক্সার গতি বাড়াতে আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা চাই।
বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত যোগদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।
ভাঙ্গা পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ড আতাদী মধ্যপাড়া বায়তুন নুর জামে মসজিদ মাদ্রাসা ময়দানে শুক্রবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে আলেম মাওলানাদের যোগদান সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সঞ্চালনায় ও মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আমজাদ হোসাইন।