ভাঙ্গায় শ্রমিকদলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভাঙ্গা উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত একটি সংবাদের পরি প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছেন সম্মেলন করেছেন। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন মনগড়া এবং উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী করা হয়েছে।
শনিবার সকালে ভাঙ্গা গার্লস স্কুলের পুরাতন ভবনের সামনে স্থানীয় শ্রমিক দলের নেতা ফারুক মুন্সীর অফিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন ভাঙ্গা উপজেলা শ্রমিক দলের নেতা ও সভাপতি প্রার্থী ফারুক মুন্সি।
তিনি বলেন, গত ১ ডিসেম্বর বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ’ প্রকাশিত সংবাদ শিরোনামে প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিপক্ষে অবস্থান এবং আমি প্রকাশিত সংবাদদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মূলত সংবাদটি একতরফা মনগড়া এবং ভিত্তিহীন বলে অভিযোগ করে শ্রমিক দল নেতা ফারুক মুন্সী বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হয়েও আমাকে শ্রমিক লীগের নেতা বানিয়ে সংবাদটি প্রকাশিত করা হয়। আমি দিব্য জ্ঞানে বলছি আমি কখনো শ্রমিক লীগের রাজনীতি করিনি।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সী ও সিনিয়র নেতা মুন্সী মনিরুজ্জামান মনির নেতৃত্বে দল করে আসছি।
প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদের পিছনে ভাঙ্গা পৌর বিএনপি নেতা মিজানুর রহমান পান্নার আওয়ামী লীগ কেন্দ্রিক ভাই ও ভাতিজারা কাউন্টার নিয়ে সংঘাতের সৃষ্টি করে।
আমি ও আমাদের দলের নেতাকর্মী প্রতিবাদ করতেই আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে রাজনৈতিকভাবে হেয় প্রতিপণ্য করা হয়েছে। যেটা উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেন শ্রমিক দল নেতা ফারুক মুন্সী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জিতু মুন্সী, হাদিউজ্জামান খান রাজু, স্মরণ মুন্সিসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।