ভাঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভাঙ্গায় হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়কে চুরি, ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ভাঙ্গা হাইওয়ে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুরের পুলিশ সুপার শাহিনুল আলম খান।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, বাস মালিক সমিতির বাহাউদ্দিন জিতু।
সুশীল সমাজের পক্ষে, সাংবাদিক মামুনুর রশিদ ও দিলীপ দাস, ছাত্র প্রতিনিধি আনিসুজ্জামান ,ব্যবসায়ী প্রতিনিধি হাদিউজ্জামান রাজু ও সিরাজ মাতুব্বর প্রমুখ।
সভায় বক্তারা সড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হাইওয়ে থানা পুলিশকে জনগণের সহযোগিতা নিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানান।