সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু আহত ২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
ঢাকা-মাওয়া মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সলিলদিয়া এলাকায় শনিবার বিকেলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন খালাসি ঘটনাস্থলে নিহত হয়েছেন। সে ভাঙ্গা উপজেলার পৌর এলাকার রায়পাড়া সদরদী গ্রামের ঝন্টু খালাসির ছেলে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম।
পুলিশ জানায়,শনিবার বিকেল ৪টার দিকে হাইওয়ে এক্সপ্রেসের সলিলদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি রেজিস্ট্রেশন বিহীন ড্রাম ট্রাক ও ঢাকাগামী একটি মোটরসাইকেল (শরীয়তপুর ল-১১-৩৮৭৭) কে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী রমজান খান (তৌকির) , আবুল কাশেম উভয় গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।