ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে থাকবেন আ’লীগের চার নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুরের জেলা সদর থেকে শুরু করে অপারাপর জেলা গুলতে জমে উঠেছে প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে নির্বাচনী হাওয়া। বিশেষত নির্বাচনীর প্রথম ধাপ চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের তৎপরতা সবার কাছে লক্ষণীয়। জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আওয়ামী লীগের চার নেতা। ইতিমধ্যে নিজ নিজ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন। এক্ষেত্রে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে একজন করে ডামি প্রার্থী করা হবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা থেকেই তারা এমনটি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এসকল প্রার্থীরা।

জানা গেছে, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা- মধুখালী- বোয়ালখালী) আসন থেকে আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান দোলন, ফরিদপুর-২ আসন (সালথা-নগরকান্দা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, ফরিদপুর-৩ (ফরিদপুর সদর) আসন থেকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও ব্যবসায়ী নেতা এ কে আজাদ ও ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

গত দুদিন আগে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু (প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র) ফরিদপুর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন। এদিকে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও ব্যবসায়ী নেতা এ কে আজাদ। সোমবার রাতে শহরের ঝিলটুলি বাসভবনে নেতা-কর্মীদের নিয়ে মিটিং করেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান। এই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহসভাপতি ও কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। ফরিদপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন বলে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন নেতাকর্মীদের জানিয়েছেন।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসন থেকে তৃতীয়বারের মত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। তিনি আসনটি থেকে ২০১৪ ও ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছেন। গতকাল বুধবার তিনি শত শত নেতাকর্মীদের সমন্বয়ে বিশাল গাড়ির বহর নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজের মনোনয়ন পত্র জমা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে থাকবেন আ’লীগের চার নেতা

আপডেট সময় : ১২:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুরের জেলা সদর থেকে শুরু করে অপারাপর জেলা গুলতে জমে উঠেছে প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে নির্বাচনী হাওয়া। বিশেষত নির্বাচনীর প্রথম ধাপ চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের তৎপরতা সবার কাছে লক্ষণীয়। জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আওয়ামী লীগের চার নেতা। ইতিমধ্যে নিজ নিজ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন। এক্ষেত্রে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে একজন করে ডামি প্রার্থী করা হবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা থেকেই তারা এমনটি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এসকল প্রার্থীরা।

জানা গেছে, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা- মধুখালী- বোয়ালখালী) আসন থেকে আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান দোলন, ফরিদপুর-২ আসন (সালথা-নগরকান্দা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, ফরিদপুর-৩ (ফরিদপুর সদর) আসন থেকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও ব্যবসায়ী নেতা এ কে আজাদ ও ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

গত দুদিন আগে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু (প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র) ফরিদপুর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন। এদিকে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও ব্যবসায়ী নেতা এ কে আজাদ। সোমবার রাতে শহরের ঝিলটুলি বাসভবনে নেতা-কর্মীদের নিয়ে মিটিং করেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান। এই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহসভাপতি ও কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। ফরিদপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন বলে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন নেতাকর্মীদের জানিয়েছেন।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসন থেকে তৃতীয়বারের মত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। তিনি আসনটি থেকে ২০১৪ ও ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছেন। গতকাল বুধবার তিনি শত শত নেতাকর্মীদের সমন্বয়ে বিশাল গাড়ির বহর নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজের মনোনয়ন পত্র জমা দেন।