ভাঙ্গায় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৩:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভাঙ্গায় জঙ্গি সংগঠন ইসকনকে নিসিদ্ধ ও চট্রগ্রামে রাষ্টপক্ষের আইনজীবি সাইফুল ইসলামের হত্যাকান্ডের বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ঈদগাহ মোড় চত্বরে এই প্রতিবাদ ও সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র,ভারতীয় আগ্রাসনসহ নানা বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন।
সমাবেশে ভারতীয় পন্য বর্জণ করেন এবং প্রতিবাদস্বরুপ ভারতীয় শাড়ী কাপড় আগুনে ভস্মীভূত করে প্রতিবাদ জানায় শত শত মুসলিম সম্প্রদায়। ভাঙ্গার সুশীল সমাজের হিন্দু নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে সমাবেশে যোগদান করেন।
সমাবেশে তাওহীদি ছাত্র-জনতা ধর্মপ্রাণ মুসুল্লী ও সাধারণ জনগণের সমন্বয়ে বিক্ষোভ মিছিল বের করা হয় ভাঙ্গা বাজার ঈদের মাসজিদ মাঠ থেকে।
মিছিলটি ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এসে দেশের মানুষের মঙ্গল ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে ও মুফতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা জামাতের আমির মাওলানা সারোয়ার হোসাইন, মাওলানা ইছাহাক মোল্লা, জামাত নেতা ডাক্তার এনায়েত হোসেন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আছাদুজ্জামান, মাওলানা ইব্রাহিমসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শ্রেণীপেশার লোকজন।