ভাঙ্গায় আইনশৃঙ্খল সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভাঙ্গায় মাসিক আইন শৃঙ্খলা সভা আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া, কৃষি কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মামুন, শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, চিকিৎসক মইন উদদীন সেতু,ভাঙ্গা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ সিনিয়র সহ-সভাপতি এটিএম ফরাদ নাননু,শাহাদাত হোসেন, রমজান শিকদার, সরোয়ার হোসেন, গোলাম কিবরিয়া বিশ্বাস, মাওলানা সাইফুল্লাহ শামীম, মজিবুর রহমান মুন্সী, জনপ্রতিনিধি সোহাগ মাতুব্বর, শাহজাহান মিয়া, শহিদুল ইসলাম বাচচু, দুদু মিয়া প্রমুখ।