ভাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ১২:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ৪৬০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করছে উপজেলা কৃষি সন্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি অফিস চত্বরে সোমবার সকালে কৃষক প্রতি ২০কেজি গম, ১০কেজি ডিএপি ও ১০কেজি এম,ও পি সার বিনামূল্যে কৃষকদের বিনামূল্যে বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্র জানায় ২০২৪-২৫ সালের অর্থ বছরের রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নেট ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি এসকল বরাদ্দ প্রথমার্ধে পাঁচটি ইউনিয়নের কৃষকদের মাঝে সোমবার বিতরণ করা হয়। এর মধ্যে পৌরসভার ২৯৫ জন, ঘারুয়া ইউনিয়ন ৩২০ আলগী ইউনিয়ন ৩১০জন মানিকদা ইউনিয়ন ৩১০জন ও কাউলীবেড়া ইউনিয়নের ৩১৫ জন কৃষকের মাঝে সরকার নির্ধারিত বরাদ্দ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশীদ, সিনিয়র সহসভাপতি এটিএম ফরহাদ নাননু, সরোয়ার হোসেন, কৃষি সন্প্রসারণ অফিসার কাজী রমজান আলী, উপসহকারী কৃষি অফিসার জুয়েল রানা, মোঃ বেলায়েত হোসেন প্রমুখ