ভাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬
- আপডেট সময় : ০১:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক :: ভাঙ্গা থানা পুলিশ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা থানার অফিসার ইন চার্জ মোকছেদুর রহমান।
পুলিশ জানায়, ইং ২৪/১১/২০২৪ তারিখ ভাংগা থানা এলাকায় গ্রেফতারি অভিযান ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভাংগা থানার মামলা নং-১৩(১১)২৪ এর তদন্তে সন্ধিগ্ধ, ১। মোঃ এমারত মুন্সী(৫৫), চান্দ্রা ইউনিয়নের সাবেক সিনিয়র সহ সভাপতি আওয়ামীলীগ, পিতা-মৃত মোতালেব মুন্সী, সাং- দিঘলকান্দা, থানা ভাঙা, এবং ভাংগা থানার মামলা নং- ০৪(০৯)২৪ এর তদন্তে সন্ধীগ্ধ আসামী ১।মোঃ নজর আলী মোল্লা(৪৫), ২। মামুন শিকদার(৩৫), পিতা- মৃত মজিবুর শিকদার, সাং- ইশ্বরদী, ইউপি- আজিমনগর, ,থানা- ভাংগা, এবং ভাংগা থানার জিডি নং-১০৯৪, তারিখ-২৪/১১/২৪ ইং মুলে ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় আসামী ১। আল আমিন তালুকদার(২৫), পিতা- বজলু তালুকদার, সাং- গজারিয়া, থানা- ভাংগা, ও জিআর ওয়ারেন্ট নং-৩৩২/২৩ মূলে আসামী ১। সানি রহমান, পিতা- শেখ আলী মাতুব্বর, সাং- দোপপাশা, থানা- ভাংগা, ও জিআর ওয়ারেন্ট নং-৭৭৩/২৩ মুলে আসামী ১। মোঃ হাচান(৩৪), পিতা- মোঃ রফিক, সাং- জান্দী, থানা- ভাংগা, জেলা- ফরিদপুরদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।