ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত
- আপডেট সময় : ১২:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
ভাঙ্গা ভাটিয়াপাড়া মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকার খাড়াকান্দি বাসস্ট্যান্ডে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দূরপাল্লার একটি পরিবহন বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলে লেগুনা গাড়ির যাত্রী।
নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মৃত মোয়াজ্জেম মাতুব্বরের ছেলে হাফিজুল ইসলাম হাবু, একই ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের আবু সাঈদের ছেলে মেহেদী মাতুব্বর, পার্শ্ববর্তী মধুখালী উপজেলার হাতিম শেখের ছেলে হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম ও নগরকান্দা উপজেলার পুরাপাড়া গ্রামের লিটন মন্ডল।
এঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম কাজী টিভিকে জানান, বেপরোয়া একটি পরিবহনের বাসটি লেগুনাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত এবং সাতজন আহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাস গোপালগঞ্জগামী একটি লেগুনার পেছন দিক থেকে ধাক্কা দিলে লেগুনার চারজন যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে গাড়িটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।