ফরিদপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
- আপডেট সময় : ১২:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে
খবর প্রতিবেদক:: বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের হল রুমে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, আব্দুর রহমান ফকির, মাসুদুল হক, যুগ্ম সম্পাদক অমিতাভ বোস, ঝর্না হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিয়াজ জামান সজিব, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ শহিদউদ্দিন আহমেদ, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।