সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় রেললাইনের পাশ থেকে যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৩৭৮ বার পড়া হয়েছে
খবর প্রতিবেদক:: ভাঙ্গায় রেললাইনের পাশ থেকে সজীব ঢালী (২০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশন এর নিকটবর্তী
তারাইল নামক স্থান থেকে ভাঙ্গা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
সজীব ঢালী ফরিদপুর সদর উপজেলার তুষার কান্দি গ্রামের হাফিজ উদ্দিন ঢালির পুত্র।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম,এ জলিল জানান, দুপুরে রেললাইনের পাশে যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পথচারীরা জরুরী সেবা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনা স্থল থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এ সময় ওই যুবকের মোবাইলফোন ও পকেট থাকা আইডি কার্ড দেখে তার নাম ঠিকানা সনাক্ত করা হয়। পরবর্তীতে তদন্তের করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।