ভাঙ্গায় অঝোরে নামছে সারাদিন বৃষ্টি
- আপডেট সময় : ০৪:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
খবর প্রতিবেদক:: ফরিদপুরের ভাঙ্গায় সারাদিন অঝরে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ বৃহস্পতিবার সারাদিন ঝরে নামছে। সারাদিন সুর্যর কোন দেখা মিলেনি আকাশে। বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্ষেত খামারের কাজের মানুষ থেকে শুরু করে কোন গৃহস্থ পর্যন্ত ঘর ছেড়ে কাজে বের হতে পারে নি। মুষল ধারায় বৃষ্টিতে রবি শস্যের জন্য প্রস্তুতকৃত নীচু জমি ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টি একটু কম দেখা গেলেও সাধারণ কর্মজীবী মানুষ কাজে বের হতে পারে নি। স্থানীয় হাট বাজারের বণিক দোকানদাররা বৃষ্টি বাগরায় দোকান ঘর খুলতে পারেননি। এককথায় ঘরের ভিতরেই সময় কাটাতে হচ্ছে সকল পেশাদার মানুষেরা।
বৃষ্টিতে রবি ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষকেরা। চলতি রবি মৌসুমে বেশিরভাগ কৃষক মাঠে পেঁয়াজ, রসুন, গম, সরিষা ধনিয়া, মসুরি, কলাই, কালোজিরা ইত্যাদি জমিতে আবাদ করেছেন। শীত মৌসুমের শুরুতে গত দুদিনের অকাল বৃষ্টি চিন্তায় ফেলে দিয়েছে। বেশ ক্ষতির আশংকা করছেন কৃষিজীবিরা। ।
ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস জানান, ঘূর্ণিঝড় মিগজাউম পরবর্তী প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে উপজেলার কৃষি জমিতে আংশিক জমি তলিয়ে গেছে। যদি বৃষ্টি কমে রোদ উঠে তাহলে হয়তো ফসলের তেমন ক্ষতি হতো না। তবে বৃষ্টি যদি এভাবে নামতপ থাকে তাহলে পেঁয়াজ গম ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।