চুয়াডাঙ্গা মৈত্র জমিদার বাড়ির প্রথম গ্রাজুয়েট নীলমণি মৈত্র
- আপডেট সময় : ১১:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে
বিএ পাশ করার নীলমণি মৈত্রের ব্রিটিশ সরকারের রেলওয়ে ডিপার্টমেন্টে উচ্চপদে চাকুরী হলো। কিছুদিন চাকুরী করার পর নীলমণি মৈত্রের ইচ্ছে হলো কলকাতায় থেকে তিনি আর চাকুরী করবেন না।চাকুরী যদি করতেই হয় তাহলে দেশের বাড়ি চুয়াডাঙ্গা থেকে রোজ কলকাতায় যাতায়াত করে অফিস করবেন। পরবর্তীতে তাই হয়েছিল
কলকাতায় অফিস করার সুবিধার্থে ট্রেন স্টপেজের জন্য নিজ খরচে নির্মাণ করেণ “নীলমণিগঞ্জ” রেল স্টেশন।
ছবিতে নীলমণি বাবুর পৈত্রিক বাড়ি যা বর্তমানে পরিত্যাক্ত।
চুয়াডাঙ্গার মাধবী তলার মোড়ে আশ্রমের একটি ঘরে একটি চেয়ার সংরক্ষিত আছে। যে চেয়ারটিতে নীলমণি বাবু বসতেন। এ ছাড়া তেমন কোন আসবাবপত্র নাই।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গার রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য।সমগ্র বাংলাদেশ নামক ভূখণ্ডে যত রেলপথ আছে, তার মধ্যে সবচেয়ে পুরানো রেললাইন কলকাতা-রানাঘাট হয়ে দর্শনা দিয়ে বাংলাদেশে ঢুকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত গেছে। নিউজ সূত্র সাহিত্য অঙ্গন