ভাঙ্গায় সৌদি প্রবাসীর স্ত্রীসহ পৃথক দুটি লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভাঙ্গা থানা পুলিশ সৌদি প্রবাসীর স্ত্রীসহ অপর এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার দুপুরে মানিকদহ ইউনিয়ন থেকে গৃহবধূ লিমা আক্তার (২১) ও সকালে চুমুরদী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থেকে মামুন মাতুব্বর (১৭) এক যুবকের মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সিকান্দার মাতুব্বরের ভবনে ভাড়া থাকতেন সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আবু মৃধার স্ত্রী লিমা আক্তার। তিন বছর আগে প্রেমের সূত্রতায় আবু মৃধার সাথে লিমা আক্তরের বিয়ে হয় । গত ৫ মাসে ভাঙ্গায় বাসা নিয়ে স্বামী আবু মৃধা সৌদি আরবে চলে যায়। লিমা একা বাসায় থাকতো।
শনিবার সকালে সৌদি থেকে স্বামী আবু মৃধা স্ত্রী লিমাকে বারবার মোবাইল ফোনে কল দেয়।কিন্ত লিমা ফোন রিসিভ না করায় বিষয়টি আবু মৃধা লিমার ছোট ভাই রোমানকে জানায়। এখবরে রোমান ভাঙ্গায় বোনের বাসায় আসে। ডাকাডাকি করেও বোনের সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিক আজিজুল মৃধা (৪৭) কে জানায়। তিনি ভাঙ্গা থানা পুলিশকে জানায়।
ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফ্লাটের দুটি দরজা ভেঙে বেলকনির গ্রিলের সাথে কালো ওড়নায় জড়ানো ঝুলন্ত অবস্থায় লিমার লাশ উদ্ধার করে ।
অপরদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের কৃষক মাজেদ মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বর (১৭) এর লাশ বাড়ির পাশের আম গাছের ২০ ফুট উচ্চতায় ডাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
স্বজনরা জানায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মামুনের মৃতদেহ ঝুলতে দেখতে পেয়ে বাড়ির লোকজন ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার লোকমান হোসেন বলেন, পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।