সালথায় আ’লীগের নির্বাচনী প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৮:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
সালথা সংবাদদাতা :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথায় নৌকার পক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মাদ (তোতা মিয়া) সোনাপুর ইউনিয়ন সভাপতি সিরাজ মোল্যা।
যদুনন্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, রামকান্তপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, আবু সালেহ মোঃ খসবু, আহম্মদ মোল্যা, ইটালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল।
উপজেলা যুবলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগের নেতা সোহেল রানা ফরহাদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়ন, হাসান মেম্বার, ইমরুল মেম্বার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহিন আলমসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।