ভাঙ্গায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৫৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভাঙ্গায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামের রেললাইন সংলগ্ন মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
ঘারুয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি খন্দকার লিটনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,
কৃষক দলের জেলা শাখার সদস্য সচিব মিরাজ হোসেন, সহ-দপ্তর সম্পাদক সুলতান সুলাইমান, জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি নিশাত আহমেদ, উপদেষ্টা জুল আফরোজ মজুমদার, সাধারণ সম্পাদক মো. জিয়ামিন, জেলা ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম ভিপি শহিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান খালেদ, পৌর কৃষক দলের আহবায়ক আলম মুন্সী,
কৃষক দলের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস সামাদ, এ্যাডভোকেট সুমন পারভেজ, ভাঙ্গা পৌর শাখার সভাপতি সাঈদ মুন্সী, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী, আলম মুন্সী, জিয়া সাইবার ফোর্স এর উপদেষ্টা জুল আফরোজ মজুমদার, শাওন মুন্সি, জাতীয়তাবাদী দলের ঘারুয়া ইউপি সভাপতি আলীমুজ্জামান মধু মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।