বাঘায় বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
বাঘা উপজেলা সংবাদদাতা :: রাজশাহীর বাঘায় আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় মূল্যবান মতামত উপস্থাপন করে বক্তব্য প্রদান করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ , মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রয়েজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, বীর মুক্তিযোদ্ধা জুনাব আলী, বাঘা মহিলা কলেজের অধ্যক্ষ নছীম উদ্দিন, বাঘা শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক সুখী পান্ডে, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান, বাঘা পৌরসভার নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহানুর আলম বাবু, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন ও সুধীজন।