ভাঙ্গায় আব্দুল ওয়াদুদ মাষ্টার কিন্ডার গার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৩২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভাঙ্গা চুমুরদী ইউনিয়রের পূর্ব সদরদী গ্রামের আব্দুল ওয়াদুদ মাস্টার ইসলামিক কিন্টার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. জাহিদ শিকদারের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবোধনে অনুষ্ঠিত হয় শিশু কিশোর কিশোরীদের অংশ গ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফে অনূর্ধ্ব -১৭ জাতীয় ফুটবল কমিটির সদস্য ক্রীড়া সংগঠক এ,এ,এম,মুজাহিদ বেগ।
বিশেষ অতিথি ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষা অফিসার তৌহিদুর ইসলাম,মো. হাফিজুর রহমান,পুর্বসদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হেমায়েত হোসেন, প্রভাষক মাহবুবুর রহমান, সাংবাদিক মামুনুর রশিদ, শাহাদাত হোসেন, সরোয়ার হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও তিনজন সাংবাদিককে সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি মো. জাহিদ শিকদার।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক এটিএম ফরহাদ নাননু।