ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুসহ মা নিহত
- আপডেট সময় : ০৮:১৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি চারা বটতলাশ এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দার আকরাম শেখের স্ত্রী সাজেদা আক্তার (৫০) এবং তার মেয়ে আছিয়া আক্তার (৫)।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি চারা বটতলা রাস্তা পারাপারের সময় সাজেদা আক্তার ও তার মেয়ে আছিয়াকে মুনসুরাবাদ থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এ সময় মা ও মেয়ে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন।
শিশু আছিয়া আক্তারের অবস্থার উন্নতি না হওয়ায় ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনার ভোর রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তার মারা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, মোটরসাইকেলটি আটক করা হয়েছে তবে মালিক পলাতক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।