ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে জনসভা স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

খবর প্রতিবেদক:: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন। এরপর প্রধান অতিথির বক্তব্য দেবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক বক্তব্য শুনার জন্য জনসভাস্থলে ও বাহিরের রাস্তায় শত শত জনতা অধীর অপেক্ষায় রয়েছেন। সভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এছাড়া সভায় ফরিদপুরের বাকি তিন সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (জানুয়ারি ২) দুপুরে ঢাকা থেকে সড়ক পথে ফরিদপুর এসে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি। ফরিদপুর সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩.১৫ মিনিটে জনসভায় যোগ দিন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে পুরো শহরে উৎসবের আমেজ ও গোটা শহরে সাজ সাজ রব।

জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় যোগ দিতে মঙ্গলবার সকাল থেকে রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন মানুষ। সকাল থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজেন্দ্র কলেজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক। নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থকদের রঙিন পোশাক, মাথায় রঙিন ক্যাপ, হাতে লাল-সবুজ পতাকায় বর্ণিল সাজে সেজেছে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকা। সমাবেশ মাঠে নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে জনসভা স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় : ১০:১৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

খবর প্রতিবেদক:: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন। এরপর প্রধান অতিথির বক্তব্য দেবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক বক্তব্য শুনার জন্য জনসভাস্থলে ও বাহিরের রাস্তায় শত শত জনতা অধীর অপেক্ষায় রয়েছেন। সভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এছাড়া সভায় ফরিদপুরের বাকি তিন সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (জানুয়ারি ২) দুপুরে ঢাকা থেকে সড়ক পথে ফরিদপুর এসে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি। ফরিদপুর সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩.১৫ মিনিটে জনসভায় যোগ দিন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে পুরো শহরে উৎসবের আমেজ ও গোটা শহরে সাজ সাজ রব।

জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় যোগ দিতে মঙ্গলবার সকাল থেকে রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন মানুষ। সকাল থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজেন্দ্র কলেজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক। নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থকদের রঙিন পোশাক, মাথায় রঙিন ক্যাপ, হাতে লাল-সবুজ পতাকায় বর্ণিল সাজে সেজেছে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকা। সমাবেশ মাঠে নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।