ভাঙ্গায় ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ৩৭৪ বার পড়া হয়েছে
খবর প্রতিবেদক:: সমাগত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নতুন ভোটারসহ সকল বয়সী ভোটারদের উপস্থিতিকরণের লক্ষ্য শুক্রবার ভাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলন চাকমা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিসটেট রামা নন্দপাল, মো. হাবিবুর রহমান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।
সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম কুদরত এ খুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগ ও স্বতন্ত্র দলের নেতা কর্মী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগন, গ্রাম পুলিশ, সুশীল সমাজের বিভিন্ন পেশা জীবির ব্যক্তিবর্গ ও ভাঙ্গা প্রেসক্লাব একাংশের সভাপতি মামুনুর রশীদ, সাইফুল্লাহ
শামীম,সাংবাদিক মোঃ মোসলেউদ্দীন(ইমরান মুন্সী), আখতারুজ্জামান, প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন এইবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ভোটাররা যাতে উৎসব মুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ করতে পারেন এজন্য ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।