সদরপুরে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
খবর প্রতিবেদক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সদরপুরে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো: শাহজাহান পিপিএম সেবা, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দুলাল তালুকদার ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রমানন্দ পাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার , সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: নজরুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ।
সভায় অতিথিরা ফরিদপুর জেলায় একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য সবার সহযোগীতা কামনা করেন।