নৌকা বিজয় করতে লাবু চৌধুরীর জনসভা
- আপডেট সময় : ১০:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিপুরে নির্বাচনী সভায় নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উজিরপুর-সাধুহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা ডাঃ প্রদীপ কুমারের সভাপতিত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, এ্যাডভোকেট হাবিবুর রহমান, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সহ সভাপতি মোঃ আকরাম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, আওয়ামী লীগ নেতা আবু বকর ছিদ্দীক, আবু তালেপ মোল্যা, সৈয়দ মাহতাব হোসেন মিল্টন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ফারুক মাতুব্বর, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার সাজ্জাদ হোসেনসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।