ভাঙ্গায় কাজী জাফরউল্লাহর মনোনয়ন পত্র দাখিল
- আপডেট সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
খবর প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামীলীগের নির্বাচন পরিচালনার কমিটির সমন্বয়ক কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ তার নির্বাচনী আসন (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) ফরিদপুরের ভাঙ্গায় নৌকার মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় তার পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তার নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মো. ফাইজুর রহমান।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আজিম উদ্দিনের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি (সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি) কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ এফ এমডি রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান ভিপি শরীফ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল শেষে কাজী জাফরউল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মো. ফাইজুর রহমান বলেন, ফরিদপুর-৪ আসন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। আজও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমাদের নেতা কাজী জাফর উল্লার নির্দেশ অনুসারে আমরা তার পক্ষে নৌকার মনোনয়ন দাখিল করেছি। আমরা তিন থানার জনগণ ঐক্যবদ্ধ রয়েছি। ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী জাফর উল্লাহকে বিপুল ভোটে বিজয় করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো।