ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৬ নারী দালালের কারাদণ্ড

- আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ::
দালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিভিন্ন সময়ে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সোমবার সকালে অভিযান চালিয়ে নারী দালাল চক্রের ৬ সদস্যকে আটক করে ৬ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
কারাদণ্ডের বিষয়টি ভাঙ্গার খবর অনলাইনকে নিশ্চিত করেছেন ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরকারি হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের নারী দালাল চক্রের সদস্যরা সুচিকিৎসার ব্যবস্থার কথা বলে প্রতারনা করে আসছিল। আইন শৃঙ্খলা সভায় সাংবাদিক, রাজনৈতিক ও নাগরিক মহলের অভিযোগ সূত্রতায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এসময় নারী দালাল চক্রের ৬ সদস্য তছলিমা, কোহিনূর, নাজমা ফাহিমা, পারভীন, ও মুন্নীকে আটক পরবর্তী ১৮৬০ দ:বি: ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালত তাদেরকে কারাদণ্ড প্রদান করে।
ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে।