ভাঙ্গায় যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

- আপডেট সময় : ০৩:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান নিহতদের স্মরণের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশে প্রাপ্তিতে নিজেদের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য যুবক ও যুবতীদের মধ্যে গণসচেতনতা গড়ে তোলার লক্ষে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পৌর এলাকার নওপাড়া গ্রামের যুব উন্নয়ন মহিলা সমিতির টিম লিডার হাফিজা বেগমের বাড়িতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুব উন্নয়নের উপপরিচাল এসএম মঈনুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ভাঙ্গা যুব উন্নয়ন অফিসার সেলিম মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, সম্রাট চৌধুরী, বাচ্চু মিয়া, নজরুল ইসলাম, নাজমুল হুদা, আবুল হাসান, মামুন রহমান , মেঘলা হাসান, হাফিজা বেগম, মীম আক্তার রোমানা রহমান, আমেনা খাতুন, কোহি আখতার, লুপা বেগম ও লাভলী আক্তারসহ ইউনিয়ন ও পৌরসভার যুবক ও যুব মহিলা সমিতির সদস্যরা।