ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

- আপডেট সময় : ০৩:১৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
মেহেদী হাসান তুষার বিশেষ প্রতিনিধি :: ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা চুমুরদী বাস স্ট্যান্ডে নামক স্থানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১- ৮৫৬২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে খাদের পড়ে গিয়ে ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় চুমুরদী নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লাকড়ি বোঝাই করার সময় সাকুরা পরিবহণ ট্রাকের পাশ কাটতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদের নিচে পড়ে যায়। এতে বাসে থাকা ৯/১০যাত্রী গুরুতর আহত হয়।খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনা স্থল পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।